ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১ 

সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ মঞ্জুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ আগস্ট) বিকেলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বণের একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে।

এমন গোপন খবরে রোববার দুপুরে অভিযান চালিয়ে ওই ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি মঞ্জুরুলকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ৬৩ গ্রাম। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক মঞ্জুরুল জেলার শ্যামনগর উপজেলার ছোট কুপোট গ্রামের নওরেশ গাজির ছেলে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।