রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবু সাইদ (২৮) ।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, রোববার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আবু সাঈদ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার নয়শত পনের পিস ইয়াবা পাওয়া যায়। এ ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। সে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসেছিল।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
টিএম/এইচএডি