রোববার (১১ আগস্ট) রাত ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু এ তথ্য জানান।
তিনি জানান, জরুরি মেরামত কাজের জন্য ঈদের দিন সোমবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় যানবাহনসমূহকে রংপুর-বদরগঞ্জ-মধ্যপাড়া-মিঠাপুকুর সড়কপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুঃখ প্রকাশ করেছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
টিএম/এইচএডি