রোববার (১১ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা শহরের বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির নেতা শতসিদ্ধী চাকমা এবং এনো চাকমা বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে মৃত্যু নিশ্চত হলে তারা পালিয়ে যায়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম ঘটনা বিষয়টি বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এইচএডি/