ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: ঐতিহ্যবাহী ষাটগুম্বজ মসজিদে বাগেরহাটের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় প্রথম ও সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এ মসজিদে।

প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সরুই জামেয়া আরাবিয়া সিদ্দিকিয়া ও বরকতিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মো. আবু আব্দুল্লাহ।

দ্বিতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মওলানা মো. হেলাল উদ্দিন।

প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ষাটগম্বুজে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ এ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

ওয়ার্ল্ড হেরিটেজ ষাটগুম্বজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিল।

এদিকে সকাল থেকে বাগেরহাটে মুষলধারে বৃষ্টি থাকলে দুইটি জামাতেই মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।