রোববার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর বড় ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের মূল উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুর বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় ৪ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। যা বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। ভবিষ্যতে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনারে ১০ লাখের বেশি মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদের নামাজের আয়োজন করা হবে।
পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বাংলানিউজকে জানান, ঈদের প্রধান জামাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটেল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির পর জামাতে প্রবেশ করানো হয়। বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে ঈদগাহ প্রাঙ্গণে দায়িত্ব পালন করেন।
র্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সক্রিয় ছিলেন। মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে চারটি বিশাল পর্যবেক্ষণ টাওয়ার।
এছাড়াও ড্রোনের মাধ্যমে আকাশ পথ থেকে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
আরবি/