ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

দুপুর থেকে চলছে নাসিকের বর্জ্য অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
দুপুর থেকে চলছে নাসিকের বর্জ্য অপসারণ বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে কাউন্সিলর মাকসুদুল আলম। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঈদুল আজহার কোরবানির সব কার্যক্রম শেষ হবার পর বর্জ্য অপসারণের কাজে নেমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার পর থেকেই নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজ করাচ্ছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

নিজে দাঁড়িয়ে থেকে ওয়ার্ডের প্রতিটি মহল্লায় তিনি এ পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণের কাজ করছেন।

কাউন্সিলর মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, কোরবানির পশুর বর্জ্য আমার ওয়ার্ডের সব মহল্লা থেকে বিকেলের মধ্যে অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হবে। এছাড়া কোরবানির পর ছিটানোর জন্য বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।