সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার পর থেকেই নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজ করাচ্ছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
নিজে দাঁড়িয়ে থেকে ওয়ার্ডের প্রতিটি মহল্লায় তিনি এ পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণের কাজ করছেন।
কাউন্সিলর মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, কোরবানির পশুর বর্জ্য আমার ওয়ার্ডের সব মহল্লা থেকে বিকেলের মধ্যে অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হবে। এছাড়া কোরবানির পর ছিটানোর জন্য বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
আরআইএস