সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী হাসনাকে ধারালো অস্ত্র (দা) দিয়ে মাথায় আঘাত করেন স্বামী নিজাম।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুহাম্মদ নূর বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে বাদীর পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
ময়না-তদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক নিজাম লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস