মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে ছয়জনের মৃত্যু হলো।
বৃদ্ধ আব্দুল মজিদের স্বজনেরা জানায়, জ্বরে আক্রান্ত হওয়ায় এক সপ্তাহ ধরে আব্দুল মজিদ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের রক্তের প্লাটিলেট কমে ২০ হাজারে নেমেছিল। মঙ্গলবার ঢাকা থেকে শিবচরে সন্ধ্যার দিকে নিয়ে আসা হয়। এরপর রাত একটার দিকে তিনি মারা যান।
জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুর জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। বাকিরা ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এনটি