নরসিংদী: নরসিংদীর শিবপুরে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খলাপাড়া এলাকায় পাহাড়িয়া নদীর ব্রিজের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় তিনি মারা যান। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।