বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের সিন্নার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রেনু বেগম জামালপুর জেলার সরিষবাড়ি উপজেলার জামুরিয়া গ্রামের জাভেদ আলী তরফদারের স্ত্রী।
নিখোঁজ দুইজন হলেন- মৃত রেনু বেগমের স্বামী জাভেদ আলী তরফদার (৬৫) ও একই এলাকার পুলিশ সদস্য বেলাল হোসেন।
মনসুর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বাংলানিউজকে জানান, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামুরিয়া এলাকা থেকে বরযাত্রীবাহী একটি বিয়ের নৌকা কাজিপুর উপজেলার চর খাসরাজবাড়ি ইউনিয়নের বিশুড়িগাছা যাচ্ছিল। নৌকাটি ছিন্না এলাকায় পৌঁছালে যমুনার প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এরপরই বিভিন্ন এলাকা থেকে নৌকা এসে যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানকালে রেনু বেগমকে মৃত ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, উদ্ধার হওয়া বরযাত্রীদের দাবি, এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বাংলানিউজকে জানান, নৌকাডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চলাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯ আপডেট: ১৬১৬ ঘণ্টা
এএটি/এনটি