বুধবার (১৪ আগস্ট) দুপুরে নিজের খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে দশমিনা ও গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে তার ওপর হামলা হয়।
হামলায় নুরুল হকের সঙ্গে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নুরুল হকের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু বাংলানিউজকে বলেন, গলাচিপা থেকে মোটরসাইকেলে করে দশমিনায় আমাদের বাড়ি আসার পথে একদল সন্ত্রাসী নূরের ওপর হামলা চালায়। এতে সে আহত হয়। বর্তমানে সে অজ্ঞান অবস্থায় রয়েছে। একইসঙ্গে এই হামলায় তার সঙ্গে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
টিএ