বুধবার (১৪ আগস্ট) বিকেলে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পড়ে আছে প্রায় শতাধিক চামড়া।
স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে চামড়া কিনে এবার ধরা খেয়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।
স্থানীয় এলাকাবাসী রমজান আলী জানান, এভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লা আবর্জনার সঙ্গে চামড়াগুলো ফেলা ঠিক হয়নি। এতে দুর্গন্ধে টিকা যাচ্ছে না। মঙ্গলবার (১৩ আগস্ট) দুর্গন্ধ কম ছিল, কিন্তু বিকেল থেকে একেবারেই খারাপ অবস্থা। দ্রুত এটি অপসারণ না করলে এ পথে চলাচল করাও দুষ্কর হয়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বাংলানিউজকে জানান, আমার কাছে আরও কয়েকজন অভিযোগ করেছে, আমি সংবাদটি পেয়েছি। এটা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মধ্যে, আমার কিছু কাজ আছে শেষ করেই ঘটনাস্থলে যাবো।
এ বিষয়ে নাসিকের প্রধান নির্বাহী (সিও) শাহ এহতেশামুল হক বাংলানিউজকে জানান, এটি নাসিকের বাইরে ইউনিয়ন পরিষদের অধীনের জায়গায়। আমি দায়িত্ব নিয়েই বলছি আমার সিটি করপোরেশনের মধ্যে কোনো আবর্জনা নেই, থাকলে আমাকে জানান, আমরা সঙ্গে সঙ্গেই তা পরিষ্কার করে দেবো। তবে যদি কেউ আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে আমরা সহযোগিতা করবো।
এটার পাশেই নম পার্ক ও ফতুল্লা স্টেডিয়াম কিন্তু এগুলোতে তো আমাদের নাসিকের কোনো হোল্ডিং নম্বর নেই। আমরা আমাদের সীমানা সম্পর্কে অবহিত রয়েছি বলেও জানান সিও শাহ এহতেশামুল।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আরআইএস/