বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফলকন নদী ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে লুধূয়া ঈদগাঁ মাঠ ও হাজিরহাট বাজারে সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেকোনো মূল্যে নদী ভাঙন থেকে রামগতি-কমলনগরকে রক্ষা করা হবে।
পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, তাসফিক মান্নান, অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান ও সাকিল।
এর আগে বিকেলে মেজর (অব.) আবদুল মান্নান মেঘনা নদীর ভাঙনকবলিত নাছিরগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন-কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ দলীয় নেতাকর্মীরা।
১৬ আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় তিনি মতিরহাট এলাকা থেকে রামগতি পর্যন্ত নদী পথে ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এসময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ বিকল্পধারা বাংলাদেশের নেতারা থাকবেন।
সারা বছর ধরে রামগতি-কমলনগরের মেঘনা নদী ভাঙে। বর্ষা মৌসুমে ভাঙন ভয়াবহ রূপ নেয়। গত কয়েক বছরের ভাঙনে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়েছে। বিলীন হয়ে গেছে ফসলি জমি, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। বর্তমানে হুমকির মুখে রয়েছে কমলনগর উপজেলা কমপ্লেক্সসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা।
বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআর/আরএ