নিহতের ভাই আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মিনারুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ইউজি/আরএ