এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। উদ্ধারে কাজ করছে পুলিশ-ফায়ার সার্ভিস।
ইতোমধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাহাদাত হোসেন (৩০) ও সুজন মিয়া। শাহাদাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় আর সুজনের বাড়ি বিক্রমপুর।
জানা যায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান বাংলানিউজকে এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরএ/এসএইচডি/এইচএডি