ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে ঘটে এ দুর্ঘটনা। ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিক্রমপুরের অপু (৩৫), মিরপুরের ইকবাল (৩৮), মাদারীপুরের রিপন (৩০), নারায়ণগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০), ছাগলনাইয়ার রাধানগর এলাকার শাহাদাত হোসেন (২৮) ও বিক্রমপুরের সুজন মিয়া।

বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে আহতদের মধ্যে ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

ফেনীর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক শাম্মী বলেন, ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩ জন ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।