ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৩২ যাত্রী কমবেশি আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি লোকাল বাসের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, লোকাল বাসের চালক জেলার নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫), যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুণ্ডু (৬০)।

অপরজনের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, নওপাড়া এলাকায় বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রওশন ও যাত্রী মীরা কুণ্ডুর মৃত্যু হয়। আহত ৩২ জনের মধ্যে ১৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকীদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।