ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
রাজধানীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার লিফটের ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় জরুরি সেবা-৯৯৯- এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ৭ নম্বর ভবন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ওই বাড়ির কেয়ারটেকারের বরাত দিয়ে পুলিশের এ এসআই জানান, বাইরে থেকে লোকজন ভোরের দিকে চোর চোর বলে একজনকে ধাওয়া দেয়। ধারণা করা হচ্ছে, ভবনের নয় তলার ওপরে লিফটের ফাঁকা জায়গায় ওই অজ্ঞাতপরিচয় যুবক আত্মগোপন করে। লিফট চালু করা হলে এর চাপায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল কালো রংয়ের হাফ প্যান্ট ও টি-শার্ট।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।