বৃহস্পতিবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সর্বস্তরের মানুষ। পরে শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
এদিকে, কমলনগরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পরে শোক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু প্রমুখ।
এরআগে, রামগতি উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক প্রমুখ। এছাড়াও জেলার রামগঞ্জ, রায়পুর উপজেলায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআর/এসএইচ