বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির কর্মকর্তা-কর্মচারীরা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, কমিশনের সচিব ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. খালেদ, ইউজিসির বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমআইএইচ/আরবি/ ।