বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেবী মোরশেদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলার বিআরডিবি’র চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, সাংবাদিক আলী আকবর টুটুল, আকমল উদ্দিন সাকি, আরিফুল ইসলাম, মোল্লা আব্দুর রব, এসএস শোহান, তানজীম আহমেদ, শহিদুল ইসলাম প্রমুখ।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করাসহ বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআরএস