বৃহম্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৭টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে জাতীয় পতাকা, কালো পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন মধ্যে দিয়ে শোকদিবসের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ১০টার দিকে সোসাইটির জাতীয় সদর দপ্তর মসজিদে কোরআন খতম শেষে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
এছাড়াও দেশের ৬৪ জেলার ৬৮টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরকেআর/এএ