বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবিনাশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করবো।
ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।
এর আগে নগরীর সার্কিট হাউস মাঠ থেকে দীর্ঘ একটি শোক র্যালির নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। পরে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমএএএম/টিএ