ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শোকদিবসে বঙ্গবন্ধুকে নিয়ে শিশু একাডেমির আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
শোকদিবসে বঙ্গবন্ধুকে নিয়ে শিশু একাডেমির আলোচনা বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শোকদিবস-২০১৯ শীর্ষক এ আলোচনা সভা/ছবি: শাকিল

ঢাকা: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ শিশু একাডেমি। বঙ্গবন্ধুকেন্দ্রিক আলোচনা ছাড়াও শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ছড়া পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির জনককে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শোকদিবস-২০১৯ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।  

অনুষ্ঠানে কামরুন নাহার বলেন, শুধু এই দিন নয়, এই মাসটিই শোকের। ছোটরা দারুণভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন। ৫৭ বছরের জীবনে ১৪ বছর বঙ্গবন্ধু জেলে ছিলেন। ২৩ বছর সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু তার পরিবারকে খুব ভালোবাসতেন। সেই পুরো পরিবারকে হারানোর বেদনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বহন করে চলেছেন সেটি বড় ভাববার বিষয়।  

এসময় শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করো সুনাগরিক হওয়ার মাধ্যমে।

আলোচনা সভায় সেলিনা হোসেন বলেন, আজ শোকের দিন। তিনি বাঙালি জাতিকে আত্মমর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তিনি ইতিহাসে অমরত্ব নিয়ে আমাদের সঙ্গে আছেন। আমাদের দিকে তাকিয়ে আছেন যেন আমরা আরও উন্নতির দিকে যেতে পারি।  

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হাসান, ছড়াকার ও বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হোসেন।  

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চারটি ক্যাটাগরিতে মোট ১২ জন শিশুর মধ্যে পদক ও সনদ দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সব শিশুর জন্য পুরস্কার হিসেবে ছিল বই।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।