ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ডেঙ্গু জ্বরে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
মাগুরায় ডেঙ্গু জ্বরে এক ব্যক্তির মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন শরীফ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিসেস কর্মরত জয়নাল একই গ্রামের গফুর শরীফের ছেলে বলে জানা গেছে।

জয়নালের ভাই হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, জয়নাল ঢাকায় একটি বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) জয়নাল ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে রক্ত পরীক্ষা করতে দিয়ে ওই দিনই তিনি মাগুরায় বাড়িতে চলে আসেন। ঢাকার রিপোর্টের ভিত্তিতে ৯ আগস্ট (শুক্রবার) রাতে জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে। এবস্থায় ১০ আগস্ট (শনিবার) জয়নাল মাগুরা ২৫০-শয্যার হাসপাতালে ভর্তি হন। সেখানে আবারো তার ডেঙ্গু পরীক্ষা করার পর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের তার রক্তের প্যাটিলেট কমে শারীরিক অবস্থা আরও অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তাকে ঢাকায় না নিয়ে বুধবার (১৩ আগস্ট) বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়নালের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।