ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
বাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ দুর্ঘটনাকবলিত বাস, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মো. রেজাউল করিম।

তিনি বলেন, কোনাবাড়ি এলাকায় চার বাসের সংঘর্ষে ঘটনাস্থলে হানিফ পরিবহনের এক নারী যাত্রী ও ফাইভ স্টার পরিবহনের চালকের মৃত্যু হয়।

সন্ধ্যায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি বেসরকারি হাসাপাতালে নেওয়ার পথে হানিফ পরিবহনের সুপারভাইজার ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান চালক।      

নিহতদের মধ্যে হানিফ পরিবহনের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের মাসুদ রানা (৪০), সুপারভাইজার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আমিনুল (৪২) ও ফাইভ স্টার পরিবহনের চালক টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেনের (৫০) পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ এখনো হাসপাতাল মর্গে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হামিম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে ডিপজল ও এনা পরিবহনের দু’টি বাস হানিফ পরিবহনের সঙ্গে ধাক্কা খায়। এতে চর্তুমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সামনে থাকা হানিফ ও ফাইভ স্টার পরিবহনের বাস দু’টি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয় ও ৩০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

 বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।