শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানের পাড় এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ জরিমানা করেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, খড়খড়িয়া নদীর সাঁকোর নিচ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে।
তারা হলেন- উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানের পাড় এলাকার মৃত আজিজুল সরকারের ছেলে জনি (৩০), কাঁঠালিপাড়ার মৃত কনিয়া মামুদের ছেলে সিদ্দিক (৩২), চিরিবন্দরের চৌধুরীপাড়ার হালিমের ছেলে সাগর (৩৬) ও একই উপজেলার দীঘলপাড়ার রজব আলীর ছেলে দুলাল (৩৪)।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি