শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত যানবাহনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হতে দেখা গেছে।
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ বাসযাত্রীরা।
দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় ৩ কিলোমিটার সড়কে যানবাহনের এ সিরিয়াল রয়েছে।
কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের যাত্রী নাইম খন্দকার বলেন, ২ ঘণ্টা ধরে ঘাটে এসে বাস দাঁড়িয়ে আছে। কখন ফেরিতে উঠবো জানিনা।
বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের চালক রফিক সেখ বলেন, গরমে বসে থেকে যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে।
ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব সরদার বলেন, দৌলতদিয়া ঘাটে এলেই ফেরির সিরিয়াল। যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদ্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোতে ফেরিগুলোকে ধীরে চলাচল করতে হচ্ছে।
এ কারণে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসএইচ