শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু বাংলানিউজকে জানান, ১২ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে সুমন বাশার বাবু (২২) নামে এক কলেজছাত্রে মৃত্যু হয়েছে। সুমন মাগুরা সদরের চাঁদপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ও শত্রুজিৎপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এছাড়া গত ৯ আগস্ট লিপি আক্তার (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়। লিপি আক্তার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকন্দি গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসএইচ