শনিবার (১৭ আগস্ট) রাত ৮টা ৩৭ মিনিটে বিমানটি (বিজি-৩৫০২) রানওয়েতে অবতরণ করে। এর আগে দুপুর দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসবি ৮০৮) ৩৩৫ হজযাত্রী নিয়ে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এতথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা। বিমানে আগত হাজিরা ঢাকায় পৌঁছার পর ৫ লিটার করে জমজমের পানি বিমানবন্দর থেকে সংগ্রহ করবেন।
বিমানের এই ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা থেকে ছেড়ে আসে৷
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৭টি ডেডিকেটেট ফ্লাইট ও ২৯টি শিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮১টি প্রি-হজ ফ্লাইটে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজযাত্রা নিশ্চিত করেছে বিমান। নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জনের চেয়ে অতিরিক্ত ২৬৮৭ জন হজযাত্রী বেশি পরিবহন করেছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
টিএম/এসএইচ