শনিবার (১৭ আগস্ট) বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক কাজী নূরুল কবির, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাফায়েত হোসেন তালুকদার, ফরিদ আহমেদ মোল্লা, হরিশচন্দ্র বিশ্বাস, সমীর মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসএইচ ।