রোববার (১৮ আগস্ট) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শনিবার (১৭ আগস্ট) দিনগত মধ্যরাতে উপজেলার সেজিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে আব্দুল কুদ্দুস ও তার স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে শনিবার মধ্য রাতে ফিরোজাকে কুপিয়ে হত্যা করে কুদ্দুস। খবর পেয়ে পুলিশ আব্দুল কুদ্দুসকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরএ