রোববার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে যাত্রীদের পার হচ্ছে দেখা গেছে।
কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকেই ঘাটে যাত্রীদের চাপ রয়েছে।
সরেজমিনে কাঁঠালবাড়ী ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, স্পিডবোটের তুলনায় লঞ্চে যাত্রীদের ভিড় বেশি রয়েছে। এছাড়া ফেরিঘাটেও পরিবহনের চাপ দেখা গেছে। এর মধ্যে ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেলের সংখ্যা বেশি।
রাজধানীগামী যাত্রী কামাল হোসেন বলেন, ঈদের ছুটি শেষ। তারপরও একদিন বেশি কাটিয়েছি বাড়িতে। আজ ঢাকায় ফিরে যাচ্ছি।
অপর যাত্রী মো. মিন্টু বলেন, ঈদের পরদিন বাড়িতে এসেছিলাম। আজ ঢাকা চলে যাচ্ছি। ভেবেছিলাম ঘাটে ভিড় থাকবে না। কিন্তু আজও বেশ ভিড় রয়েছে।
আজিজুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, লঞ্চে উঠতে সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। যাত্রীদের বেশ ভিড় রয়েছে। আবহাওয়া ভালো থাকায় লঞ্চেই পার হচ্ছি।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, দুই/ একদিনের মধ্যেই ঈদের চাপ কমে যাবে। স্বাভাবিক হয়ে আসবে ঘাট এলাকা। বর্তমানে নৌরুটে ৪টি রো রো, ৬টি ডাম্প, ৫টি কে-টাইপ ও ৩টি ছোটসহ মোট ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়া ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট চলছে।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, লঞ্চে সকাল থেকেই যাত্রীদের মোটামুটি চাপ রয়েছে। আজ সারাদিনই ঢাকামুখো যাত্রীদের চাপ থাকবে।
ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ফেরিতে ব্যক্তিগত পরিবহনের চাপ বেশি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরএ