রোববার (১৮ আগস্ট) তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বাংলানিউজকে জানান, শনিবার (১৭ আগস্ট) বন্দরের সাবদি এলাকায় নান্নু স্টোর নামে একটি দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে পুলিশের এক সোর্স চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় পুলিশের ওই দু’জন এএসআই সম্পৃক্ত আছে এমন অভিযোগ উঠায় বিভাগীর তদন্তের স্বার্থে তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ওসি রফিকুল।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরআইএস/