রোববার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে পাটুরিয়া সংযোগ সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
তিনি বাংলানিউজকে বলেন, বেশি ভাড়া আদায়ের অভিযোগে নীলাচল, হিমাচল, সেলফি, শুভযাত্রাসহ ৮টি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পদ্মালাইন পরিবহনের মালিক ফরিদ আহাম্মেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কয়েদী পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
যাত্রী হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২০১৯
এসএইচ