ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কনস্টেবলের লক্ষ্যভ্রষ্ট গুলি এএসপির বাসায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
কনস্টেবলের লক্ষ্যভ্রষ্ট গুলি এএসপির বাসায়!

খুলনা: খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমানের বাসার ফ্যানে একটি লক্ষ্যভ্রষ্ট গুলি লেগেছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবলদের বার্ষিক ফায়ারিংয়ের স্থান থেকে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই বাসার ফ্যানে গিয়ে লাগে। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনিচুর রহমান জানান, তার মেয়ে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এমন সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে আসা একটি গুলি জানালার কাঁচ ভেদ করে টেবিলের উপরের সিলিং ফ্যানে লাগে। তবে কারও কোনো ক্ষতি হয়নি।

কেএমপির এডিসি (নর্থ) সোনালী সেন ও খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, মহানগরীর শিরোমনি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে ‘ফায়ারিং বাট’-এ কেএমপির পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং চলছে। রোববার পুলিশ কনস্টেবলদের ফায়ারিং চলছিল। একটি রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী কেডিএ আবাসিক এলাকার ৬৫ নং বাড়ির দোতলার সিলিং ফ্যানে গিয়ে লাগে। পরে তারা গিয়ে গুলিটি উদ্ধার করেন।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।