রোববার (১৮ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে প্যাথলজি বিভাগে যা ঘটলো তা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
‘তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এজন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে কমিটিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’
হাসপাতালের পরিচালক বলেন, প্যাথলজি বিভাগের ঘটনায় হাসপাতালের চিকিৎসায় কোনো ধরনের প্রভাব পড়েনি।
এর আগে দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্ট সংগ্রহ নিয়ে ঢামেক হাসপাতালের প্যাথলজি বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারী-টেকনোলজিস্ট ও নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০জন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এজেডএস/এমএ