রোববার (১৮ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১টি সমন্বিত জেলা কার্যালয় থেকে একযোগে অভিযান পরিচালিত হয়।
তিনি আরো বলেন, দুদক টিম বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস পরিদর্শন করে এবং কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে।
সরেজমিনে অভিযানে একাধিক স্থানে ঠিকমতো কাজ না করেই ভাতা উত্তোলন, কম সংখ্যক শ্রমিকের মাধ্যমে কাজ করিয়ে ভুয়া ভাউচার দিয়ে বেশি অর্থ উত্তোলন, ভাতা উত্তোলনের স্বাক্ষরে গরমিলসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযোগস্থল পরিদর্শন করে উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে সুপারিশ দেয় দুদক টিম।
এছাড়াও প্রাপ্ত অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে প্রতিবেদন পেশ করবে সংশ্লিষ্ট দুদক কার্যালয়। প্রাপ্ত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে কমিশন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএমএকে/জেডএস