রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। যুবকের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান, কালিয়াকৈর উপজেলার ভান্নারা মুরাদনগর এলাকায় বনের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের ঘাড় ভাঙা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ বনের ভেতর ফেলে পালিয়ে গেছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে গেঞ্জি ও শর্ট প্যান্ট রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএস/এইচএডি