রোববার (২৫ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক তিনজন হলো- কুড়িগ্রামের উকিলপুরের মাসতীবাড়ি এলাকার জয়নাল আবেদীন (২৭), গাজীপুর সদর জান্দালিয়া পাড়া এলাকার নাজমুল হোসেন (২৭) ও কিশোরগঞ্জ জেলার কাটিয়ারির চরজাকারিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান (২৯)।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ চক্রের দ্বারা প্রতারিত ভুক্তভোগী একজনের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে র্যাব-১১। এতে দেখা যায় প্রতারক চক্রটি র্যাব সদর দপ্তরের বিভিন্ন পদের সিলমোহর ব্যবহার করে নিজেদের তৈরিকরা ভুয়া নোটিশ পাঠায়। নোটিশনামায় দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে টাকা দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলা হয়। অন্যথায় গ্রেফতারের ভয় দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট দিবাগত রাতে টাকা নেওয়ার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে।
আটক প্রতারকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রের প্রধান আসামি জয়নাল আবেদীন ইতোপূর্বে বিজিবিতে চাকরি করতো। চাকরিরত অবস্থায় সে ২০১৭ সালে বিজিবি থেকে পালিয়ে যায়। পরে তার নেতৃত্বে একটি প্রতারক চক্র গঠিত হয়। সে দীর্ঘদিন ধরে বিজিবিতে চাকরি দেওয়ার নাম করে অনেক লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এইচএডি