রোববার (২৫ আগস্ট) ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা এসপি ফাতিহা ইয়াসমিন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (২৪ আগস্ট) রাতে ঝালকাঠি পৌর শহরের ফরিয়াপট্টি স্কুল ও কাপুড়িয়া পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক দুইজন হলেন- শহরের মনোহরীপট্টি এলাকার মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে আমানত শাহ ও নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারৈকরণ গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার।
আটকের সময় মাদকবিক্রেতা রাজিবের কাছ থেকে ৫০ পিস ও আমানতের কাছ থেকে ৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজিব ও আমানতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাও রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও কাজী ছোয়েব, ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এমএস/এসএ