রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু জান্নাত উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের সুমন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, জান্নাত তার মায়ের সঙ্গে কয়েকদিন আগে বেলদি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় জান্নাত। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনটি