পুড়িয়ে ফেলা হয়েছে ৫ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল। ছবি: বাংলানিউজ
পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদী থেকে ৫ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক অভিযানে এগুলো জব্দ করা হয়। পরে, রাত ৮টার দিকে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. শাহজালাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইএআর/একে
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।