চলমান আন্দোলন নিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।
পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হাবিব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। রোববার (১ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
** পাবনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস