ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা সহোদর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
টেকনাফে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা সহোদর নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা সহোদর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন- টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ১১ নম্বর ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলে মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ নূর।

আহতরা হলেন- আমির হামজা, আবুল হোছাইন, দিলদার বেগম, শিশু জোবায়ের ও অটোরিকশাচালক শামশুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে টেকনাফগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাসান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।