সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে দু’টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে পরিচালিত আদালত ভবন দু’টির নিচে জমা পানিতে লার্ভার উপস্থিতি পাওয়ায় মোট ১০ হাজার টাকা জরিমানা করে।
পাশাপশি চিরুনি অভিযানের নবম দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৮৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১২৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।
এছাড়া ৬ হাজার ১৩৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়। প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলররা ‘চিরুনি অভিযান’ সক্রিয়ভাবে তত্ত্বাবধান করছেন।
এছাড়াও মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং মো. সগীর হোসেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মিরপুর সেকশন-১০ এর ঝুটপট্টি এলাকায় অবৈধভাবে নির্মিত ১১০টি কাঁচা-পাকা টিনশেড ও মিরপুর সেকশন ১০ এর ‘সি’ ব্লকের ৩০টি পাকা বাড়ির বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। এছাড়া মিরপুর সেকশন-১১ এর ‘সি’ ব্লকে অবৈধভাবে নির্মিত ২০টি পাকা দোকান উচ্ছেদ করা হয় বলে জানায় ডিএনসিসির জনসংযোগ বিভাগ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচএস/এএ