ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীর আত্মহত্যা: ভিডিও ছড়ানো কনস্টেবলের বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ছাত্রীর আত্মহত্যা: ভিডিও ছড়ানো কনস্টেবলের বিচার দাবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার কারণে ইসরাত জাহান নাফিজা (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ মাহমুদ নামে এক পুলিশ কনস্টেবলের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রামগতি বাজারে মানববন্ধনের আয়োজন করে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানান শ্রেণী-পেশার মানুষ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসরাত জাহান নাফিজার চাচা মো. রাশেদসহ আয়োজক সংগঠনের নেতারা। এসময় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।

স্বজনদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় ইসরাত জাহান নাফিজা আত্মহত্যা করেছেন।  

এই ঘটনায় পুলিশ সদস্য ইউসুফ মাহমুদ, তার মা রহিমা বেগম ও বোন ঝর্ণা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৮ আগস্ট বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা মো. হেলাল। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দেন। আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্যও বলা হয়।

আসামিরা রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বাসিন্দা। ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত। নাফিজা রামগতি আহমদিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বড়খেরী গ্রামের ইয়াছিনের ছেলে ইউসুফের সঙ্গে চর আফজল গ্রামের নাফিজার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে নাফিজার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ইউসুফ। এ সময় তিনি আপত্তিকর  ভিডিও ও ছবি ধারণ করে রাখেন। এরপর থেকে ভিডিও ও ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে নাফিজার সঙ্গে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে আসছিলেন ইউসুফ। একপর্যায়ে নাফিজা তার পরিবারের লোকজনকে বিষয়টি জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ সেসব ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি সইতে না পেরে ৫ আগস্ট সন্ধ্যায় নাফিজা বিষপান করেন, ১১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।