ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে সুরভী আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

সুরভী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমোছলদী এলাকার কামরুল ইসলামের মেয়ে।

সে শ্রীপুরে একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

পু‌লিশ ও নিহত শিশুর প‌রিবার জানায়, টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার আলমগীরের বাড়িতে প‌রিবারের সঙ্গে ভাড়া থাকতো সুরভী। তার বাবা রিকশাচালক ও মা স্থানীয় একটি কারখানায় চাকরি করে। দুপুরে সুরভীর বাবা-মা কাজে চলে যায়। এসময় সে স্কুলে না গিয়ে কয়েকটি শিশু‌র সঙ্গে খেলতে যায়। এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগের নিচু হয়ে থাকা তারে বসে থাকা প্রজাপতি ধরতে যায় সুরভী। এতে অসাবধনতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সুরভীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী বিষয়‌টি নি‌শ্চিত করে বাংলানিউজকে জানান, এটা একটা দুর্ঘটনা।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।