সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব উপজেলার কলেজ রোড এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন বিপ্লব। পথে ওই এলাকায় হালুয়াঘাটগামী এক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময় ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
একে/এসআরএস